উইম্বলডন জয়ের ফর্ম দিয়েই বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম শুরু করলেন পোলিশ তারকা ইগা শিয়নটেক। ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে সহজেই উঠলেন জানিক সিনার ও ইগা শিয়নটেক। পুরুষদের সিঙ্গলসে শীর্ষ বাছাই সিনার এবং মহিলা সিঙ্গলসের দ্বিতীয় বাছাই শিয়নটেক, দু’জনেই জিতলেন সরাসরি সেটে।
পুরুষ সিঙ্গলসের শীর্ষ বাছাই সিনার চেক রিপাবলিকের অবাছাই ভিট কপ্রিভাকে উড়িয়ে দেন ৬-১, ৬-১, ৬-২ গেমে। ম্যাচ শেষ হয় মাত্র এক ঘণ্টা ৩৮ মিনিটে। এ জয়ে হার্ড কোর্টে গ্র্যান্ড স্ল্যামে টানা ২২তম জয় পেলেন তিনি। অসুস্থতার কারণে সিনসিনাটি ওপেন ফাইনাল খেলতে না পারলেও নিউইয়র্কে কোর্টে ফিরেই ঝলক দেখালেন এই ইতালিয়ান। ম্যাচ শেষে তিনি বলেন, “আবার সুস্থ হয়ে ফিরতে পেরে খুশি। সেরা অবস্থায় খেলার চেষ্টা করেছি।”
বলা যায় একপেশে ভাবেই জয় ছিনিয়ে নিয়েছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর শিয়নটেক। প্রথম সেটে তিনি ৩টি ডবল ফল্ট করলেও তার সুবিধা কাজে লাগাতে পারেননি অ্যারাঙ্গো। শিয়নটেকের শক্তিশালী সার্ভিসের সামনেও কখনও কখনও অসহায় দেখিয়েছে বিশ্বের ৮০ নম্বর খেলোয়াড়কে। গোটা ম্যাচে একটিও ব্রেক পয়েন্ট আদায় করতে পারেননি তিনি। প্রথম সেটে নিজের প্রথম সার্ভিস গেম ছাড়া জিততে পারেননি। দ্বিতীয় সেটে তুলনায় ভালো লড়াই করেছেন। তবু শিয়নটেককে সমস্যায় ফেলার জন্য তা যথেষ্ট ছিল না। ফলে ১ ঘণ্টায় ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন শিয়নটেক।
নারী সিঙ্গলসে ২৭তম বাছাই ইউক্রেনের মার্টা কোসট্যুক ৬-৪, ৬-৪ গেমে হারান ব্রিটিশ খেলোয়াড় কেটি বুলটারকে। পুরুষ সিঙ্গলসে লড়াই করে দ্বিতীয় রাউন্ডে যান ইতালির দশম বাছাই লোরেনজো মুসেত্তি। তিনি ফরাসি প্রতিদ্বন্দ্বী জিয়োভান্নি পেরিকার্ডকে হারান ৬-৭ (৩-৭), ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে। ম্যাচের সময় লেগেছিল ২ ঘণ্টা ৩২ মিনিট।