বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা চলছে। তিনি বলেন, কিছু মহল অচেনা ও জটিল দাবি তুলে নির্বাচন ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে। “সংখ্যানুপাতিক ভোট ও পিআর পদ্ধতির মতো বিষয় সামনে এনে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে,” বুধবার জাতীয় প্রেস ক্লাবে কাজী জাফর আহমদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল দাবি করেন, দেশের ব্যাংক লুটের সঙ্গে জড়িত এক ব্যক্তি বিপুল অর্থ পাঠিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। “তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পরিকল্পনায় টাকা ব্যবহার করতে চাইছে,” বলেন তিনি। এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
তিনি অভিযোগ করেন, দুর্নীতি এখন সর্বব্যাপী হয়ে উঠেছে। “আগে এক লাখ টাকা ঘুষ লাগত, এখন পাঁচ লাখ লাগে,” বলেন তিনি। তার মতে, গণঅভ্যুত্থানের পরও কাঙ্ক্ষিত মানসিক পরিবর্তন আসেনি, বরং রাজনৈতিক নেতারাও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন।
১৯৭১-এর মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, “যারা একাত্তরে পাকিস্তানি সেনাদের সহযোগিতা করেছিল, তারাই আজ বড় বড় কথা বলছে।” গণতন্ত্রের পক্ষের শক্তি যাতে ক্ষমতায় না আসে, সে জন্য সরকারের ভেতরের একটি অংশ সক্রিয় বলেও অভিযোগ করেন তিনি।
অর্থনীতি নিয়ে ফখরুল বলেন, “গণঅভ্যুত্থানের তিন মাসের মধ্যে নির্বাচন হলে দেশের অর্থনীতি এ অবস্থায় থাকত না।” তিনি দ্রুততম সময়ে জুলাই সনদ প্রণয়ন ও রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশ নিতে আহ্বান জানান।
সভায় ভাসানী জনশক্তি পার্টি, বিএনপি ও অন্যান্য দলের নেতারা অংশ নেন। অন্যদিকে কুমিল্লার চিওড়ায় কাজী জাফরের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।