Ridge Bangla

পাকিস্তানে ভারতের পানি ছাড়া ও বন্যা, বাঁধ উড়িয়ে বিপর্যয় নিয়ন্ত্রণের চেষ্টা

পাকিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির তিনটি আন্তঃসীমান্ত নদীর পানির অস্বাভাবিক বৃদ্ধি এবং উজানে ভারতের পানি ছাড়া প্রধান কারণ হিসেবে দায়ী করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে পাকিস্তান তাদের একটি প্রান্তিক বাঁধ ‘নিয়ন্ত্রিত বিস্ফোরণ’ করে ভেঙে দিয়েছে, যাতে মূল বাঁধের কাঠামো রক্ষা করা যায়।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের উপচে পড়া বাঁধ এবং উত্তাল নদী থেকে নিচু সীমান্ত অঞ্চলে পানি প্রবাহ শুরু হলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। চেনাব, রাভি ও শতদ্রু নদীর আশপাশের গ্রাম থেকে মানুষ ও গবাদিপশু সরানোর জন্য সেনাবাহিনী নিয়োজিত করা হয়েছে। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ২ লাখ ১০ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে।

চেনাব নদীর কাদিরাবাদ বাঁধে পানির চাপ বেড়ে যাওয়ায় প্রান্তিক বাঁধ উড়িয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হুসেন বলেন, “মূল বাঁধ রক্ষার জন্য ডান প্রান্তিক বাঁধটি উড়িয়ে দিয়েছি, যাতে পানির প্রবাহ কিছুটা নিয়ন্ত্রণে আসে।”

শিখ ধর্মাবলম্বীদের পবিত্র কর্তারপুর মন্দিরও বন্যার পানিতে তলিয়ে গেছে। প্রশাসন জানিয়েছে, মন্দিরে আটকে পড়া শতাধিক মানুষকে উদ্ধার করতে পাঁচটি নৌকা পাঠানো হয়েছে। পাকিস্তানি কর্তৃপক্ষ ভারতের পানি ছাড়ার কারণে নদীতে প্রবাহ বেড়ে যাওয়ার অভিযোগ করেছে।

জুনের শেষ থেকে চলমান বন্যায় ইতোমধ্যে অন্তত ৮০০ জনের মৃত্যু হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন