চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং মেগাস্টার শাকিব খানের দাম্পত্য জীবন ভেঙে গেলেও একমাত্র সন্তান আব্রাম খান জয়কে ঘিরে এখনও কিছুটা সংযোগ রয়ে গেছে। সুযোগ পেলেই তারা দেখা করেন, কথা বলেন, এমনকি সন্তানের সঙ্গে সময় কাটাতেও একসঙ্গে দেখা গেছে যুক্তরাষ্ট্রে।
সম্প্রতি এক পডকাস্টে সেই সময়ের কিছু স্মৃতি শেয়ার করেছেন অপু বিশ্বাস। তিনি জানিয়েছেন, কীভাবে শাকিবের একটি কথায় নিজেকে অনুপ্রাণিত করে ওজন কমিয়েছিলেন।
অপু বলেন, “একবার আমরা সেন্ট্রাল পার্কে ঘোড়ায় চড়তে গিয়েছিলাম। জয় আইসক্রিম খেতে চাইল, তাই আমি তা আনতে গেলাম। ফিরে এসে দেখি, জয় আর তার বাবা ঘোড়ায় উঠে গেছে। আমি তখন দৌড়ে গিয়ে বললাম, ‘এই আমাকে নেবে না?’”
তিনি আরও জানান, শাকিব সেই মুহূর্তে ভিডিও ধারণ করেছিলেন। ভিডিওতে দেখা যায়, অপু দৌড়ে আসছেন এবং চুল ঠিক করছেন। পরে অপু শাকিবকে প্রশ্ন করেন, কেন এমন করেছেন। শাকিব মজা করে বলেন, “ইচ্ছা করে করেছি। তুমি দৌড় দিলে আমার ভালো লাগে। দৌড়াও, মোটাটা একটু কমবে।”
অপু বিশ্বাস বলেন, “শাকিব মাঝে মাঝে আমাকে ‘মটু’ বলে মজা করত। তখন সত্যিই আমি একটু ভারী ছিলাম। কিন্তু এখন আর সেই সুযোগ নেই, কারণ আমি শুকিয়ে গেছি।”
এই ঘটনা থেকে বোঝা যায়, পুরনো সম্পর্কের উষ্ণতা, সম্মান ও স্মৃতির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এখনো অপু বিশ্বাসের মধ্যে রয়ে গেছে। ভক্তরা এই মধুর স্মৃতিকে উষ্ণ হৃদয় দিয়ে গ্রহণ করেছেন এবং সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এই কাহিনি শুধু হাস্যরস সৃষ্টি করেনি, বরং তাদের অতীত সম্পর্কের একটি নরম ও মানবিক দিকও তুলে ধরেছে।