চিলিতে কোপা লিবার্তাদোরেসের একটি ম্যাচকে কেন্দ্র করে পুলিশ ও ফুটবল সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। ব্রাজিলিয়ান ক্লাব ফোর্তালেজার বিপক্ষে চিলির ক্লাব কোলো কোলোর ম্যাচ ঘিরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সান্তিয়াগোর মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের কথা ছিল। তবে ম্যাচ শুরুর আগে প্রায় ১০০ সমর্থক স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, সংঘর্ষে নিহত দুই কিশোরের বয়স ছিল যথাক্রমে ১৩ ও ১৮ বছর। চিলির পুলিশ বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে এবং কীভাবে এই হতাহতের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পরপরই কোপা লিবার্তাদোরেসের গ্রুপ পর্বের এই ম্যাচটি বাতিল করে দেওয়া হয়। দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল একটি বিবৃতি দিয়ে নিহত সমর্থকদের প্রতি শোক জানায়। একইসঙ্গে তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে।
ঘটনাটি চিলির ফুটবলে নিরাপত্তা ব্যবস্থার গুরুতর দুর্বলতা ও ক্লাব সমর্থকদের নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।