Ridge Bangla

জুতার সোল থেকে হেরোইন উদ্ধার, রাজশাহীতে গ্রেপ্তার ১

রাজশাহীতে বিশেষ অভিযানে ১২০ গ্রাম হেরোইনসহ বিশু হেমরম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে নগরের দড়িখরবনা এলাকায় রেললাইনের ধারে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৫ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হলে তাঁর পায়ে থাকা নতুন জুতার সোল কেটে ভেতর থেকে হেরোইন পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী ও ঢাকার পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।

গ্রেপ্তার হওয়া বিশু হেমরম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট চাতরাপুকুর গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাজশাহী রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন