Ridge Bangla

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট-গণপরিষদের চিন্তা অবাস্তব: বিএনপি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট বা গণপরিষদ গঠনের প্রস্তাবকে অবাস্তব ও অযৌক্তিক বলে মনে করছে বিএনপি। দলের স্থায়ী কমিটির মতে, জুলাই সনদ হচ্ছে জনগণের সামনে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার, যা আইনের চেয়েও শক্তিশালী। তাদের অভিমত, সংবিধান সংশোধন ছাড়া যেসব সংস্কার সম্ভব, অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশ বা অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনের আগেই তা বাস্তবায়ন করতে পারে। আর সংবিধান সংশোধনসংশ্লিষ্ট সংস্কার নতুন সংসদ করবে।

গত সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, গণভোট সাধারণত একটি নির্দিষ্ট বিষয়ে অনুষ্ঠিত হয়, অথচ জুলাই সনদে রয়েছে একাধিক ইস্যু। সুতরাং এ সনদকে গণভোটে তোলা যায় না। একইভাবে গণপরিষদ গঠনও অযৌক্তিক, কারণ দেশে বিদ্যমান সংবিধান কার্যকর রয়েছে। বিএনপি মনে করে, সনদ বাস্তবায়নের মূল শক্তি হলো রাজনৈতিক অঙ্গীকার, যা জনগণের কাছে স্পষ্ট প্রতিশ্রুতি।

বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকালীন সময়সীমা এবং প্রশাসনিক রদবদল নিয়েও আলোচনা হয়। বিএনপি জানায়, এসব রদবদলের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। নেতারা আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরু হওয়ার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন