দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, এদিন সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে এবং বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানানো হবে।
লিপু অভিযোগ করেন, শিক্ষার্থীদের তিন দফা দাবি এখনো মানা হয়নি। নীতিনির্ধারকদের অনেকেই তাদের আন্দোলনের বিষয়টি সঠিকভাবে বুঝতে পারছেন না। তিনি জানান, শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে গঠিত কমিটিতে এবার থেকে উপদেষ্টাদের পাশাপাশি শিক্ষার্থীদের মনোনীত সদস্যও যুক্ত করা হবে।
এর আগে বুধবার সকালে তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে যাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জ, টিয়ার শেল ও জলকামান ব্যবহারের ঘটনা ঘটে। রাতে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে গিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দুঃখ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের সন্তানসম উল্লেখ করে ঘটনার পূর্ণ তদন্তে কমিটি গঠনের আশ্বাস দেন।
অন্যদিকে সন্ধ্যায় রেলভবনে অনুষ্ঠিত বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপ অনভিপ্রেত। বৃহস্পতিবার বিএসসি প্রকৌশলীদের পেশাগত স্বীকৃতি বিষয়ক কমিটির সঙ্গে পুনরায় বৈঠক হবে।