Ridge Bangla

টাকা ছাপানো ও বিতরণে বছরে খরচ ২০ হাজার কোটি টাকা: বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশে নগদ অর্থের চাহিদা প্রতি বছর প্রায় ১০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদা মেটাতে টাকা ছাপানো ও বিতরণে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হচ্ছে। বুধবার (২৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’-এর প্যানেল আলোচনায় তিনি এ তথ্য জানান।

ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে স্মার্টফোনের গুরুত্ব তুলে ধরে গভর্নর বলেন, বর্তমানে আর্থিক লেনদেন, বিল পরিশোধ ও অন্যান্য অনলাইন সেবা গ্রহণে স্মার্টফোন অপরিহার্য। তিনি জানান, ৬–৭ হাজার টাকার মধ্যে ভালো মানের স্মার্টফোন বাজারে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে শতভাগ মানুষ ডিজিটাল সুবিধার আওতায় আসে। এ লক্ষ্যে ইন্টারনেটের খরচ কমানো এবং সেবার মান উন্নত করার প্রয়োজন রয়েছে।

নগরায়ণ ও আবাসন খাত নিয়ে গভর্নর উল্লেখ করেন, দেশে এখনও কয়েক মিলিয়ন নতুন আবাসনের চাহিদা রয়েছে এবং মানুষ গ্রামে ফিরে যাবে না। তাই সাশ্রয়ী মূল্যের আবাসনের পরিকল্পনা গ্রহণ করা জরুরি। তিনি আরও বলেন, ব্যাংকগুলোর হাতে থাকা জমি ডেভেলপারদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ব্যবহার করার সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে নগরায়ণ ও আবাসন সমস্যা সমাধানের পাশাপাশি অর্থনৈতিক কার্যক্রমও বৃদ্ধি পাবে।

ড. আহসান এইচ মনসুর আশা প্রকাশ করেন, এসব পদক্ষেপে নগদ লেনদেনের চাপ কমবে এবং দেশের ডিজিটাল অর্থনীতি আরও সুসংহত হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন