গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের ওপর স্থায়ী সেতু নির্মাণের দাবিতে আজ সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। মহাসড়কের উভয় লেন বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
স্থানীয়দের দাবি, টঙ্গী বাজার দেশের প্রাচীনতম পাইকারি বাজারগুলোর একটি। গাজীপুরসহ আশপাশের এলাকা ও রাজধানীর ব্যবসায়ীদের প্রধান ভরসা এ বাজার। কিন্তু যাতায়াত ব্যবস্থায় বড় বাধা তৈরি হয়েছে তুরাগ নদের ওপর স্থাপিত সেতু ভেঙে যাওয়ায়। পূর্বে বাজারের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য দুটি আরসিসি সেতু ছিল, যা বিআরটি প্রকল্পের কারণে ভেঙে ফেলা হয়। এর পরিবর্তে অস্থায়ীভাবে দুটি বেইলি ব্রিজ নির্মাণ করা হলেও একটি ইতোমধ্যেই ভেঙে পড়ে অচল হয়ে গেছে।
এ অবস্থায় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ফ্লাইওভার দিয়ে ঘুরে আসতে হচ্ছে। ছোট ভ্যান, রিকশা কিংবা হাতগাড়িতে পণ্য পরিবহন ফ্লাইওভারে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্যও এই পথ ব্যবহার কার্যত অসম্ভব। আরও বড় সমস্যা হলো—ফ্লাইওভারে প্রায়ই ছিনতাইকারীদের কবলে পড়তে হয় ব্যবসায়ী ও ক্রেতাদের। অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-পয়সা ও মালামাল লুটের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এরই মধ্যে হতাহতের ঘটনাও ঘটেছে বলে জানান স্থানীয়রা।
এ ছাড়া টঙ্গীর ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের প্রায় এক কিলোমিটার ঘুরে আসতে হয়। এতে জ্যামে সময় নষ্ট হয় এবং জরুরি রোগী পরিবহনেও সমস্যা দেখা দেয়। এসব কারণে ক্রেতা-বিক্রেতারা বাজারে আগ্রহ হারিয়ে ফেলছেন, যা ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির কারণ হচ্ছে।
অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, নির্বিঘ্ন যাতায়াত ও পণ্য পরিবহনের সুবিধার্থে দ্রুত তুরাগ নদের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ এখন জরুরি প্রয়োজন।