Ridge Bangla

তৌহিদ আফ্রিদির সাত দিনের রিমান্ড চেয়ে পুলিশের আবেদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি কনটেন্ট ক্রিয়েটর ও সাবেক আওয়ামী লীগ সরকারের সময় ঘনিষ্ঠ সহচর তৌহিদ আফ্রিদির সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। সোমবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক খান মো. এরফান এ তথ্য নিশ্চিত করেন।

রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরের বাংলাবাজার এলাকার একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ঢাকায় এনে সিআইডির হেফাজতে রাখা হয়েছে। আজ আদালতে তাঁকে হাজির করে রিমান্ড শুনানি হবে।

বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে তৌহিদ আফ্রিদি। ২০২৪ সালের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় নাসির উদ্দিন ও তাঁর ছেলে তৌহিদসহ ২৫ জনকে আসামি করা হয়। ওই মামলায় আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও রয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের ১৭ আগস্ট নাসির উদ্দিনকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন তাঁকে রিমান্ডে নেওয়া হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন