Ridge Bangla

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন নির্দেশনা দিয়েছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের ৬৪ জেলার নেতাকর্মীদের কাছে নতুন বার্তা পাঠিয়ে জুলাই পদযাত্রার তথ্য ও ছবি সংগ্রহের নির্দেশ দিয়েছে। রোববার (২৪ আগস্ট) এনসিপির প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়ার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিপির প্রচার ও প্রকাশনা সেল শিগগিরই একটি প্রকাশনা প্রকাশ করতে যাচ্ছে। এতে প্রতিটি জেলার জুলাই পদযাত্রার স্থিরচিত্র, পদযাত্রার অভিজ্ঞতা, পদযাত্রাকে কেন্দ্র করে স্থানীয় নাগরিকদের প্রত্যাশা ও অভিব্যক্তি, নির্দিষ্ট জেলার নাগরিক সমস্যাসমূহ এবং জেলাভিত্তিক এনসিপির দায়বদ্ধতা তুলে ধরা হবে। তাই ৬৪ জেলার নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

এনসিপি আরও জানায়, তথ্য সংগ্রহের জন্য গুগল ডক তৈরি করা হয়েছে। প্রতিটি জেলা থেকে পদযাত্রার সম্পর্কিত তথ্য, ছবি ও অভিজ্ঞতা সেখানে আপলোড করার জন্য নেতাকর্মীদের অনুরোধ করা হয়েছে।

এ পদক্ষেপের মাধ্যমে এনসিপি দেশের বিভিন্ন জেলার স্থানীয় নাগরিকদের সমস্যার সঙ্গে পরিচিত হতে চায় এবং সেই তথ্যের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিকল্পনা করবে। সংগঠনটি আশা করছে, সকল জেলা থেকে সম্পূর্ণ ও সময়মতো তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি অনুরোধ করা হয়েছে, যথাযথভাবে তথ্য সংগ্রহ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদত্ত ফরমে পাঠাতে যাতে কোনো দেরি না হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন