সারা দেশে একযোগে আরও ১৮৯ জন বিচারককে বদলি করেছে সরকার। এর মধ্যে আছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ সমপর্যায়ের কর্মকর্তারা।
সোমবার (২৫ আগস্ট) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া বিচারকদের মধ্যে রয়েছেন ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি হওয়া বিচারকদের আগামী তিন দিনের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিচার বিভাগকে আরও গতিশীল ও কার্যকর করার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন একই জায়গায় দায়িত্ব পালন করার কারণে অনেক কর্মকর্তা বদলি তালিকায় এসেছেন। এতে করে বিচার কার্যক্রমে গতি আসবে এবং বিচারপ্রার্থীরাও উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
সরকার এর আগে বিভিন্ন পর্যায়ে একযোগে বিচারক বদলি করেছে। তবে এবার বদলির সংখ্যা তুলনামূলকভাবে বেশি। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, নিয়মিত রদবদলের মাধ্যমেই বিচার বিভাগে নতুন উদ্যম ও গতি সঞ্চার করা হয়।