Ridge Bangla

১৮ কোটি টাকা ব্যয়ে ৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ

দেশের ৬৪টি জেলা নিয়ে বিশাল পরিসরে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় ১৮ কোটি টাকা বাজেটের এই টুর্নামেন্টের ব্যানার ‘তারুণ্য উৎসব’, যার মূল লক্ষ্য দেশের যুব সমাজের মাঝে ফুটবল উন্মাদনা ছড়িয়ে দেওয়া এবং তৃণমূল থেকে প্রতিভাবান ফুটবলার বাছাই।

টুর্নামেন্টের জন্য প্রাথমিকভাবে সরকার থেকে ৫ কোটি টাকা বরাদ্দ চূড়ান্ত হয়েছে। দ্বিতীয় ধাপে আরও ৫ কোটি টাকা দেবে সরকার। এই ১০ কোটি টাকা পেয়ে বাফুফে চার বছর পর শুরু করতে যাচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ। বাকি ৮ কোটি টাকা বাফুফে নিজস্ব উদ্যোগে সংগ্রহ করবে। সবমিলিয়ে এই আয়োজনের জন্য মোট বাজেট ধরা হয়েছে ১৮ কোটি টাকা।

জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ১৮ কোটি টাকার বাজেট তৈরি করে সহযোগিতা চেয়েছিল সরকারের কাছে। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ আলাদা আলাদাভাবে ৫ কোটি করে মোট ১০ কোটি টাকা দিচ্ছে বাফুফেকে। দেশজুড়ে ‘তারুণ্য উৎসব’-এর ব্যানারে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তুতি ও বাজেট সবই চূড়ান্ত হয়েছে। ফুটবল ইভেন্ট এখন মাঠে গড়ানোর অপেক্ষায়।

সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপের পাশাপাশি বাফুফে ছেলেদের অনূর্ধ্ব-১৭ ও মেয়েদের অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপও আয়োজন করবে। ৩০ আগস্ট মুন্সীগঞ্জে স্বাগতিক জেলা ও জামালপুরের ম্যাচ দিয়ে শুরু হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। দেশের সবচেয়ে বড় এই ফুটবল আয়োজনে অংশ নিচ্ছে ৬৪টি জেলা দল। আটটি জোনে বিভক্ত করা হয়েছে জেলাগুলোকে। টুর্নামেন্টের প্রথম দুই রাউন্ড হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। শীর্ষ ১৬ দল নিয়ে শুরু হবে নকআউটপর্ব। ঢাকা জাতীয় স্টেডিয়ামে হবে ফাইনাল।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফার।

বাফুফের সহ-সভাপতি ও টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি) বলেন, “এই আয়োজন শুধু একটিমাত্র টুর্নামেন্ট নয়, বরং এটি দেশের প্রতিটি জেলায় ফুটবলের প্রতি এক ধরনের উন্মাদনা সৃষ্টি করবে।”

টুর্নামেন্টের লোগো ও সূচি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম। তিনি বলেন, “ফুটবল এমন একটি খেলা, যার মাধ্যমে খুব সহজেই যুব সমাজকে সম্পৃক্ত করা যায়। গত বছর তারুণ্য উৎসব ব্যাপক সাড়া ফেলেছিল। এবারও একই সাড়া প্রত্যাশা করছি।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন