Ridge Bangla

মুম্বাই হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানাকে ফেরত দিল যুক্তরাষ্ট্র

২০০৮ সালের মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার অন্যতম মাস্টারমাইন্ড তাহাউর রানাকে ভারতের কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) বিষয়টি নিশ্চিত করেছে। ১৯৯৭ সালের ভারত-মার্কিন প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানো হয়েছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাহাউর রানাকে ভারতে হস্তান্তরের অনুমোদন দেন। তাকে গ্রহণের প্রস্তুতি হিসেবে ভারতীয় কর্তৃপক্ষ দিল্লির একটি জেলে সব ব্যবস্থা আগেই সম্পন্ন করেছিল।

৬৪ বছর বয়সী তাহাউর রানার জন্ম পাকিস্তানে হলেও পরবর্তীতে তিনি কানাডার নাগরিকত্ব গ্রহণ করেন এবং একসময় মার্কিন নাগরিক হিসেবেও পরিচিত ছিলেন। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাই হামলার অন্যতম পরিকল্পনাকারী ডেভিড কোলম্যান হেডলি ওরফে দাউদ গিলানির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি।

ভারতে প্রত্যর্পণ এড়াতে নানা চেষ্টা করেছিলেন তাহাউর। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তার আবেদন খারিজ করে দিলে তাকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। স্থানীয় সময় ১০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে বহনকারী বিশেষ বিমান দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে ২০১৩ সালে তাহাউর রানাকে যুক্তরাষ্ট্রের আদালত মুম্বাই হামলায় সহায়তার দায়ে ১৪ বছরের কারাদণ্ড দেন। তবে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২০২০ সালে তাকে মুক্তি দেওয়া হয়। এরপর ভারত তাকে ফেরত নেওয়ার অনুরোধ জানালে সেই বছরের শেষ দিকে আবারও তাকে আটক করা হয়।

যুক্তরাষ্ট্রের একটি আদালত ২০২৩ সালে তাহাউর রানাকে ভারতের কাছে হস্তান্তরের অনুমতি দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে সময় লাগে। অবশেষে এ বছরের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্ত হয়।

আরো পড়ুন