সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি, এমন অভিযোগ করে সংবিধান নিয়ে বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ড. কামাল হোসেন বলেন, “আমরা সংবিধানের মূলনীতি থেকে সরে যাচ্ছি। পাস কাটিয়ে দেশ শাসনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সংবিধানকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। মৌলিক বিষয়গুলোকে বিতর্কিত করা যাবে না। এতে দেশ গণতান্ত্রিক শাসন ও সুশাসনের পথে থাকবে, মানুষ মৌলিক অধিকার ভোগ করতে পারবে।”
তিনি আরও উল্লেখ করেন, “আজ সমাজ ও শাসনব্যবস্থা সংকটের মধ্যে আছে, কারণ সংবিধানের মূলনীতি অমান্য করা হচ্ছে। দায়িত্ব পালনকারীরা শপথ ভঙ্গ করছে, যার ফলে সংবিধান ও সুশাসনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আইনজীবীদের মধ্যে ভিন্নমত থাকতে পারে, তবে সংবিধানের মূলনীতি নিয়ে দ্বিমত চলতে পারে না। এর জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”
সভায় সংস্থার সভাপতি ও গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সভাপতিত্ব করেন। এছাড়া বক্তব্য রাখেন বিএনপি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক এবং বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।