আগামীকাল (মঙ্গলবার) থেকে ঢাকায় শুরু হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন। সম্মেলনে অংশগ্রহণের জন্য সোমবার (২৫ আগস্ট) বিকেলে বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ৯ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন। বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ভারতীয় প্রতিনিধিদলকে স্বাগত জানান।
সীমান্ত সম্মেলনে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকরা নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এছাড়া সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও অংশ নেবেন। আলোচনার বিষয়বস্তুতে রয়েছে সীমান্ত হত্যা, মাদক, অস্ত্র ও চোরাচালান রোধ, পুশ ইন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং ভারতীয় মিডিয়ায় বাংলাদেশবিরোধী অপপ্রচার নিয়ন্ত্রণ।
এছাড়া সম্মেলনে সীমান্ত নদীর তীর সংরক্ষণ, পানি বণ্টন, অননুমোদিত অবকাঠামো নির্মাণ রোধ, উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা নিয়ে যৌথ উদ্যোগ গ্রহণসহ দ্বিপাক্ষিক বিষয়ও আলোচনায় থাকবে। সীমান্ত সম্মেলন আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) পর্যন্ত চলবে। বিজিবি এ সময় দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেবে।