সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। প্রায় এক সপ্তাহের চিকিৎসা শেষে গতকাল বিকেলে তিনি বাসায় পৌঁছেছেন। তার সুস্থতার খবর প্রকাশ্যে আসতেই পরিবার ও ভক্তদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে গেছে।
শনিবার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন ফারুকীর স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ভিডিওতে দেখা যায়, দীর্ঘদিন পর বাবা মোস্তফাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছে তাদের কন্যা ইলহাম। ভিডিওর ক্যাপশনে তিশা লিখেছেন, “আলহামদুলিল্লাহ, মোস্তফা সরওয়ার ফারুকী আজ সুস্থ হয়ে বাসায় ফিরলেন।”
ফারুকীর অসুস্থতা মূলত কক্সবাজার সফরের সময় শুরু হয়। শুক্রবার (১৫ আগস্ট) চারদিনের সফরে তিনি কক্সবাজার যান। পরদিন শনিবার (১৬ আগস্ট) রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে সফর বাতিল করে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকা আনা হয়। কক্সবাজার বিমানবন্দর থেকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ঢাকায় পৌঁছানোর পর ফারুকীর অ্যাপেনডিক্সে সমস্যা ধরা পড়ে। রোববার (১৭ আগস্ট) বিকেলে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং ফারুকী বর্তমানে স্থিতিশীল আছেন।
ফারুকীর সুস্থতায় পরিবার, শুভানুধ্যায়ী এবং ভক্তরা উল্লাস প্রকাশ করেছেন। বিশেষ করে মেয়ে ইলহামের উচ্ছ্বাস ভিডিওতে স্পষ্টভাবে ফুটে উঠেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হয়েছে। এখন মোস্তফা সরয়ার ফারুকী বাসায় বিশ্রাম নিচ্ছেন এবং চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন।