Ridge Bangla

৫ আগস্টের অর্জন ধরে রাখতে হবে: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জনকে ধরে রাখতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সতর্ক করে বলেন, ছোটখাটো বিরোধ বা মতভেদ ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ তৈরি করতে পারে।

রোববার (২৪ আগস্ট) বেলা ১১টায় রাজধানীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে একের পর এক দমননীতি চালু করে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। জনগণ আর ফ্যাসিবাদ চায় না বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী আরও বলেন, প্রশাসনের ভেতরে এখনও কিছু গোষ্ঠী আছে যারা সুযোগ পেলেই গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করবে। তাই যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তির ঐক্য অপরিহার্য। অর্থনৈতিক সংকট প্রসঙ্গে বিএনপির এই নেতা দাবি করেন, কর্মসংস্থানের অভাবে দেশে দুর্ভিক্ষের পূর্বাভাস দেখা দিচ্ছে। অনেক শিল্প প্রতিষ্ঠান ও মিল-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ফলে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়েছে।

এসময় জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের প্রয়োজনে যদি সংবিধান সংশোধন করতে হয়, সেটা করবে জনগণের নির্বাচিত সরকার। আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিন, তারপর জনগণের সরকার সে দায়িত্ব নেবে।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন