এবি ডি ভিলিয়ার্স কি তবে অবসর ভেঙে ফেরার ইঙ্গিত দিয়েছেন? আইপিএলে কি তবে ফিরছেন এবি ডি ভিলিয়ার্স? ফিরলে কোন ভূমিকায়— খেলোয়াড়, কোচ নাকি মেন্টর হিসেবে? সেটাই এখন প্রশ্ন। ভারতের বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তি ক্রিকেটার।
ডি ভিলিয়ার্স আগেই আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে ক্রিকেট মাঠে ফেরার ইচ্ছা এখনও তার ভেতরে জাগ্রত। এবার ভিন্ন ভূমিকায় আইপিএলে যুক্ত হতে চান তিনি। কোচ, মেন্টর কিংবা অন্য কোনো ভূমিকায় নিজেকে উপস্থাপন করতে প্রস্তুত ৩৬০ ডিগ্রি খ্যাত এই ব্যাটার।
২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া ৪১ বছর বয়সী ডি ভিলিয়ার্স খেলোয়াড় হিসেবে ফেরার সম্ভাবনার ইঙ্গিত দেননি। তবে অন্য দুটি পথ খোলা রয়েছে। তিনি জানিয়েছেন, পূর্ণ মেয়াদে কোনো দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়। তারপরও তার কথায় আশান্বিত হতে পারে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।
কারণ, ২০০৮ থেকে ২০২১ পর্যন্ত আইপিএলে ১৭৪ ম্যাচ খেলেছেন ডি ভিলিয়ার্স, যার মধ্যে কোহলির দল বেঙ্গালুরুতে খেলেছেন ১৫৬ ম্যাচ। ২০১১ থেকে ২০২১ পর্যন্ত একসঙ্গে খেলার সুবাদে বিরাট কোহলির সঙ্গে তার রয়েছে অসংখ্য স্মৃতি। এ বছর জুনে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কোহলি যখন প্রথমবারের মতো আইপিএল শিরোপা জেতেন, সেটি কাছ থেকে দেখেছেন ডি ভিলিয়ার্স।
ক্রিকেটার না হয়ে আইপিএল কর্তৃপক্ষ যদি মনে করে ভিন্ন কোনো পদ খালি আছে ডি ভিলিয়ার্সের জন্য, সেই ভূমিকায় কাজ করতে প্রস্তুত তিনি। তিনি স্পষ্ট বলেছেন, “ফ্র্যাঞ্চাইজি যদি মনে করে কোনো ধরনের পদ আমার জন্য খালি থাকে (কোচ-পরামর্শক), আমার সময় যখন ঠিক থাকবে, তখন প্রস্তুত থাকব। সেটা অবশ্যই হবে আরসিবি।”