Ridge Bangla

পাকিস্তানকে বন্যা সতর্কতা পাঠিয়ে শুভেচ্ছা ভারতের

দীর্ঘদিনের উত্তেজনা সত্ত্বেও ভারত বিরলভাবে পাকিস্তানকে বন্যা সতর্কতা পাঠিয়েছে। রোববার ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পাকিস্তান সরকারকে জানানো হয়, জম্মুর তাওয়াই নদীতে বড় ধরনের বন্যার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানি গণমাধ্যমের বরাতে সরকারি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এখন পর্যন্ত উভয় দেশ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। তবে অনেক বিশ্লেষক এটিকে শুভেচ্ছা ও সদিচ্ছার নিদর্শন হিসেবে দেখছেন। সাধারণত দুই দেশের মধ্যে বন্যা ও পানি সংক্রান্ত তথ্য আদান-প্রদান সিন্ধু পানি চুক্তির আওতায় পানি কমিশনারদের মাধ্যমে হয়। কিন্তু গত ২২ এপ্রিল পেহেলগাম হামলার পর চুক্তি স্থগিত রয়েছে। ওই হামলায় ২৫ জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক নিহত হন।

সূত্র বলছে, ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তার ভিত্তিতে পাকিস্তানি কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করেছে। পাকিস্তানে ২৬ জুন থেকে টানা বর্ষণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) জানিয়েছে, অন্তত ৭৮৮ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। সবচেয়ে বেশি মৃত্যু খাইবার পাখতুনখাওয়ায় (৪৬৯ জন) হয়েছে।

ভারতের উত্তরাঞ্চলও বর্ষণ ও বন্যার ঝুঁকিতে রয়েছে। জম্মু ও কাশ্মীরের জলশক্তিমন্ত্রী জাভেদ আহমেদ রানা স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ঝিলম, রাভি ও তাওয়াই নদীর পানিপ্রবাহ পর্যবেক্ষণ করতে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৭ আগস্ট পর্যন্ত পাহাড়ি অঞ্চলে ভারী বর্ষণ, ক্লাউডবার্স্ট, আকস্মিক বন্যা ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। প্রশাসন সাধারণ মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন