Ridge Bangla

শুটিং সেটেই মারা গেলেন সহকারী পরিচালক দিয়েগো বোরেলা

ইতালির ভেনিসে জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ এমিলি ইন প্যারিস-এর শুটিং সেটেই ঘটল মর্মান্তিক ঘটনা। সিরিজটির সহকারী পরিচালক দিয়েগো বোরেলা শেষ দৃশ্যের প্রস্তুতির সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৭ বছর।

গত বৃহস্পতিবার (২১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ভেনিসের ঐতিহাসিক হোটেল ড্যানিয়েলিতে শুটিং চলছিল। পঞ্চম সিজনের একটি দৃশ্য ধারণের আগে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন বোরেলা। দ্রুত চিকিৎসক ডাকা হলেও ততক্ষণে তিনি মারা যান বলে চিকিৎসকেরা নিশ্চিত করেন।

ঘটনার পর প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিও এক বিবৃতিতে জানিয়েছে, “এমিলি ইন প্যারিস পরিবারের একজন মূল্যবান সদস্যকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। এই দুঃসময়ে আমরা তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”

দিয়েগো বোরেলা দীর্ঘদিন চলচ্চিত্র ও টেলিভিশনের সঙ্গে যুক্ত ছিলেন। সহকারী পরিচালক হিসেবে তার পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য সহকর্মীদের কাছে তিনি বিশেষভাবে সমাদৃত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে শুধু সিরিজের টিমই নয়, পুরো ইউরোপিয়ান চলচ্চিত্র অঙ্গনেই নেমেছে শোকের ছায়া।

এদিকে বোরেলার মৃত্যুর কয়েকদিন আগে নেটফ্লিক্স প্রকাশ করেছে এমিলি ইন প্যারিস-এর পঞ্চম সিজনের প্রথম লুক। লিলি কলিন্সের পাশাপাশি এ মৌসুমে অভিনয় করছেন ফিলিপাইন লেরয়-বিউলিউ, অ্যাশলি পার্ক, লুকাস ব্রাভো, স্যামুয়েল আর্নল্ড, ব্রুনো গৌরি, উইলিয়াম আবাদি এবং লুসিয়েন ল্যাভিসকাউন্টসহ আরও অনেকে। নতুন সিজনটি মুক্তি পাওয়ার কথা আগামী ১৮ ডিসেম্বর।

হাসিখুশি ও প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য পরিচিত দিয়েগো বোরেলার হঠাৎ চলে যাওয়া সহকর্মীদের কাছে অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে। তার স্মৃতিই হয়ে থাকবে সিরিজটির এই সিজনের অন্তরালে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন