১৯৭৫ সালে মুক্তি পাওয়া কিংবদন্তি পরিচালক স্টিভেন স্পিলবার্গের ক্লাসিক থ্রিলার ছবি ‘জস’ ৫০ বছর পর আবার বড় পর্দায় দেখা যাবে। চলতি বছরের ২০ জুন ছবিটি মুক্তির অর্ধশতাব্দী পূর্ণ করেছে। এ বিশেষ উপলক্ষে আগামী ২৯ আগস্ট একটি বিশেষ আয়োজনের মাধ্যমে চলচ্চিত্রটি পুনরায় প্রদর্শিত হবে।
‘জস’ হলিউডের সিনেমা জগতে নতুন দিগন্ত উন্মোচন করেছিল। এটি হলিউডের ব্লকবাস্টার যুগের পথপ্রদর্শক হিসেবে বিবেচিত। কারণ, এর আগে কোনো সিনেমা এত ব্যাপকভাবে ব্যবসায়িক সাফল্য অর্জন করে মুক্তি পায়নি। শুধু ব্যবসায়িক সফলতা নয়, ছবিটি তিনটি বিভাগে অস্কারও জয় করে।
সিনেমার কাহিনী সমুদ্রের গভীর থেকে উঠে আসা এক ভয়ঙ্কর হাঙরের ত্রাসকে কেন্দ্র করে। দর্শকরা যেমন ছবির ভীতি ও উত্তেজনায় শিহরিত হয়েছিল, তেমনি বক্স অফিসেও তা রেকর্ড সাফল্য এনে দেয়। মাত্র ৯ মিলিয়ন ডলারের বাজেটে নির্মিত এই ছবিটি বিশ্বব্যাপী আয় করে ৪৭০ মিলিয়ন ডলার।
শুটিং প্রক্রিয়াও ছিল চ্যালেঞ্জিং। মূলত ৫০ দিনে শুটিং শেষ করার পরিকল্পনা থাকলেও নানা প্রযুক্তিগত ও প্রাকৃতিক সমস্যার কারণে শুটিং শেষ হয় ১৫৫ দিনে। ছবিটি কেবল গল্প ও অভিনয়ে নয়, প্রযুক্তিগত দিক থেকেও তখনকার সময়ের জন্য পথপ্রদর্শক হিসেবে ধরা হয়।
৫০ বছর পর পুনর্মুক্তি শুধু দর্শকদের পুরনো ক্লাসিক স্মৃতিগুলো ফিরিয়ে দেবে না, বরং নতুন প্রজন্মকেও দেখাবে কীভাবে স্পিলবার্গের ‘জস’ হলিউডের ব্লকবাস্টার ধারাকে নতুন মাত্রা দিয়েছিল।