Ridge Bangla

অনন্ত জলিল-বর্ষা: চলচ্চিত্র জীবন শেষের ঘোষণা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি অনন্ত জলিল ও বর্ষা সিনেমা জগৎ থেকে ধীরে ধীরে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্ত জলিল জানিয়েছেন, হাতে থাকা কয়েকটি কাজ শেষ করার পর চলচ্চিত্র ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “বাচ্চারা ইসলামিক পড়াশোনা করছে, তাই বাবা-মা সিনেমা করছে, সেটা তাদের জন্য ভালো দেখায় না।”

অনন্ত জলিল আরও জানান, তার দুই ছেলে রয়েছে। বড় ছেলে বর্তমানে ৮ পারা কোরআনে হাফেজ, আর ছোট ছেলেও কোরআন রিডিং শেষ করেছে এবং দ্বিতীয়বার পড়ছে। ছেলে দু’জনের বয়স যথাক্রমে ৭.৫ বছর ও ১০.৫ বছর। বর্ষার প্রথম গর্ভধারণের সময়ই তাদের মনের নিয়ত হয়েছিল, ছেলেদের মুফতি হিসেবে গড়ে তোলা হবে। পরে মদিনায় ইসলামিক পড়াশোনা করানো হবে।

অভিনেতা বলেন, “আমার দুই ছেলে মানারাতে স্কুলে পড়ে। সেখানে ইংলিশ মিডিয়াম পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। জোহরের নামাজের পর ছুটি দেওয়া হয়। বাসায় ফেরার পর ওদের শিক্ষক আসেন, তারপর তারা মাদ্রাসায় চলে যায়। ওরা আমাদের চেয়ে বেশি ব্যস্ত।”

বর্ষার সিনেমা ছেড়ে দেওয়ার প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, “বাচ্চারা ইসলামিক ও সাধারণ শিক্ষায় ব্যস্ত, তাই ওদের মা সিনেমা করলে সেটা ওদের ভালো লাগবে না। বাচ্চারা বড় হচ্ছে, তাই আমি হয়তো সিনেমা জীবন শেষ করবো।” তিনি আরও জানান, হাতে থাকা কিছু সিনেমা শেষ করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ সিনেমার কাজ সত্তর ভাগ শেষ হয়েছে। সিনেমাটি শিগগির মুক্তির পথে, যা শেষ কাজ হিসেবে হতে পারে এই জুটি চলচ্চিত্র জগতে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন