Ridge Bangla

লেহেঙ্গায় নতুন লুকে শ্রাবন্তী, ভক্তদের হৃদয় জয়

ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি আবারও আলোচনায় এসেছেন। সামনে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘দেবী চৌধুরানী’। পূজার মৌসুমে ছবিটি প্রেক্ষাগৃহে আসবে বলে জানা গেছে। ইতোমধ্যেই প্রকাশিত টিজার দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। প্রচারণার ব্যস্ততার মাঝেই শ্রাবন্তী ভক্তদের জন্য হাজির হয়েছেন ভিন্ন এক লুকে।

সম্প্রতি ইনস্টাগ্রামে গোলাপি রঙের একটি জমকালো লেহেঙ্গায় কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। খোলা চুল, হালকা মেকআপ আর স্নিগ্ধ ভঙ্গিতে একের পর এক পোজ দিয়েছেন শ্রাবন্তী। মুহূর্তেই সেই ছবিগুলো ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নেটিজেনদের চোখে পড়তেই শুরু হয়েছে প্রশংসার বন্যা। কেউ লিখেছেন, “অসাধারণ,” কেউ লিখেছেন, “অপরূপ।” অনেকে আবার জানিয়েছেন, “শ্রাবন্তীকে এভাবে দেখে মন ভরে যায়।”

শুধু ভক্তরা নন, বিনোদন অঙ্গনের অনেকে তার এই নতুন লুকের প্রশংসা করেছেন। শ্রাবন্তী যেন সময়ের সঙ্গে আরও পরিণত ও অনন্য হয়ে উঠছেন, এমন মন্তব্যও এসেছে নেটিজেনদের কাছ থেকে।

ব্যক্তিগত জীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও কাজের প্রতি নিষ্ঠা ও ভক্তদের ভালোবাসাকেই সবসময় প্রাধান্য দিয়েছেন শ্রাবন্তী। তার ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় এই ভালোবাসাই তাকে টিকিয়ে রেখেছে আলোচনায়।

এখন দর্শকদের সব অপেক্ষা ‘দেবী চৌধুরানী’ ছবিকে ঘিরে। সিনেমাটি পূজায় মুক্তি পাওয়ার কথা থাকায় উত্তেজনা বাড়ছে দিন দিন। তবে এরই মাঝে সামাজিক মাধ্যমে শ্রাবন্তীর নতুন লুক যেন ভক্তদের জন্য বাড়তি উপহার হয়ে উঠেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন