Ridge Bangla

রাজধানীতে ডিএনসিসির ২৫টি স্থায়ী পোস্টার বোর্ড চালু

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রাজধানীতে পোস্টার লাগানোর জন্য নির্ধারিত স্থান নিশ্চিত করতে ২৫টি স্থায়ী পোস্টার বোর্ড চালু করেছে। এর মধ্যে নতুনভাবে ১০টি বোর্ড স্থাপন করা হয়েছে যার আয়তন ৫ ফুট × ৮ ফুট এবং সংস্কার করা হয়েছে পুরোনো ১৫টি বোর্ড যার আয়তন ১৬–২৫ ফুট × ৫ ফুট।

রোববার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের তালতলা বাসস্ট্যান্ড এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি জানান, প্রাথমিকভাবে বিভিন্ন স্থানে ২৫টি বোর্ড চালু করা হলেও ধাপে ধাপে সব ওয়ার্ড, প্রধান মোড়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কেন্দ্রের সামনে স্থায়ী পোস্টার বোর্ড বসানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, নগরের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক চাহিদা মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেকোনো রাজনৈতিক বা বাণিজ্যিক পোস্টার নির্ধারিত বোর্ডে বিনামূল্যে লাগানো যাবে। তবে অনুমোদিত স্থান ছাড়া অন্যত্র পোস্টার লাগালে সিটি কর্পোরেশনের বাণিজ্যিক রেট অনুযায়ী জরিমানা করা হবে।

তিনি রাজনৈতিক নেতা, শুভাকাঙ্ক্ষী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে শহরকে পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন