চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালত দুর্নীতি মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী আমেনা খাতুনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। আজ সোমবার (২৫ আগস্ট) বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দুদকের আইনজীবী মোকাররম হোসেন জানান, অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আমেনা খাতুনকে এ দণ্ড দেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, ২০১৭ সালে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হলে আমেনা খাতুন মাত্র তিন লাখ টাকার সম্পদের তথ্য দেন। তবে তদন্তে প্রায় ৪৭ লাখ টাকার সম্পদের খোঁজ মেলে, যার মধ্যে ৩১ লাখ টাকার উৎস অসংগতিপূর্ণ। এ ঘটনায় ২০১৯ সালে মামলা হয় এবং দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেন।
উল্লেখ্য, টেকনাফের সাবেক চেয়ারম্যান জাফর আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি। তাঁর পরিবারের কয়েক সদস্যের নামও একই তালিকায় রয়েছে।