পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, তার ৩৬ ঘণ্টার বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে। সোমবার (২৫ আগস্ট) সফর শেষে এক্স হ্যান্ডলে দেওয়া পোস্টে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি জানান, সফরে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। এ ছাড়া প্রধান রাজনৈতিক দলগুলোর নেতা, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, গবেষক, নাগরিক সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক ও মতবিনিময় করেন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে ইসহাক দার বলেন, দুই দেশের মধ্যে বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনায় উচ্চ পর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক সম্পর্ক, শিক্ষা ও দক্ষতা উন্নয়নসহ নানা বিষয় উঠে আসে। একইসঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময় হয়, যেখানে সার্ক পুনরুজ্জীবনের বিষয়টিও গুরুত্ব পায়।
ইসহাক দার মনে করেন, তার এই সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় সূচনা করবে। উভয় দেশই পারস্পরিক স্বার্থে সহযোগিতা বাড়াতে আগ্রহী এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।