Ridge Bangla

ফিলিস্তিন সমর্থনে স্বরা ভাস্কর বলিউডে সাহসী কণ্ঠস্বর

মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় সাম্প্রতিক বিক্ষোভে অংশ নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। শুধুমাত্র পর্দার অভিনয়েই নয়, সামাজিক ও রাজনৈতিক ইস্যুতেও নির্ভীক কণ্ঠস্বরের জন্য পরিচিত এই অভিনেত্রী ফিলিস্তিন সংকটে সরব হয়ে নতুন করে নজর কেড়েছেন। খবর: দ্য স্টেটসম্যান।

স্বরা ভাস্কর বলেন, “ইসরায়েলি সরকারের কার্যকলাপ গাজায় এক প্রকার গণহত্যা, যা শুধু ভূমি দখল নয়, বরং প্যালেস্টাইনের পরিচয় ও অস্তিত্ব মুছে দেওয়ার প্রচেষ্টা।” তিনি আরও যোগ করেন, “তারা কেবল বেঁচে থাকার জন্য লড়ছে। ইসরায়েলি সরকার স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে, তারা ফিলিস্তিনিদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চায়।”

হামাসের হামলার প্রসঙ্গে স্বরা বলেন, “হামাসের হামলা আসলে প্রতিক্রিয়া; দীর্ঘদিনের দখলদারিত্বের বিরুদ্ধে দাঁড়ানো। অথচ তাদের ওপরই দোষ চাপানো হচ্ছে।” তিনি আরও বলেন, যারা ইসরায়েলি পক্ষের সমর্থন করছেন, তাদেরকে একসঙ্গে প্যালেস্টাইনির প্রাণহানির কথাও স্বীকার করতে হবে।

স্বরা ভাস্কর ভারতের ঐতিহাসিক অবস্থানকেও স্মরণ করান। তার মতে, “ভারত সবসময় প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছে এবং নিপীড়িত মানুষের পাশে থাকা আমাদের শিকড়ের অংশ।”

ফিলিস্তিন ইস্যুতে স্বরা ভাস্কর আগেও সরব হয়েছেন। তবে এবার বিক্ষোভে সরাসরি অংশ নেওয়ায় তিনি নতুন বিতর্কের মুখে পড়েছেন। বলিউডে এই সাহসী কণ্ঠস্বরকে সমর্থন ও সমালোচনা উভয়ই মিলছে। স্বরা জানিয়েছেন, মানসিক ও নৈতিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিপীড়িত মানুষের পক্ষে কথা বলা তার কর্তব্য।

এই অবস্থার মধ্যেও অভিনেত্রী দৃঢ় থেকে সমাজ ও আন্তর্জাতিক ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন, যা তাকে বলিউডে অনন্য পরিচিতি দিয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন