Ridge Bangla

সিইসির সামনে বিএনপি-এনসিপি নেতাকর্মীদের হাতাহাতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংসদীয় আসনের খসড়া সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনে দাবি-আপত্তির শুনানিতে উত্তেজনার ঘটনা ঘটেছে। রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের উপস্থিতিতে এ শুনানি চলাকালে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও উচ্চবাক্য বিনিময় হয়।

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা নিয়ে আলোচনা চলার সময় এই সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় এনসিপির তিনজন নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ ওঠে। আহতরা হলেন, এনসিপি নেতা প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, মুস্তফা সুমন ও আতাউল্লাহ।

ঘটনা সম্পর্কে এনসিপি নেতা আমিনুল হক চৌধুরী অভিযোগ করে বলেন, “আমরা বৈধ দাবি নিয়ে ইসিতে এসেছিলাম। অথচ রুমিন ফারহানার অনুসারীরা আমাদের ওপর হামলা চালিয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের সামনেই আমাদের ব্যাপকভাবে মারধর করা হয়েছে।”

অন্যদিকে বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ অস্বীকার করে জানান, “প্রথমে তারাই আমাদের ধাক্কা দেয়। আমার অনুসারীরা শুধু তার প্রতিক্রিয়া দেখিয়েছে।” এনসিপির নেতাকর্মীদের মারধরের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পাল্টা মন্তব্য করেন, “তারা আদৌ এনসিপি ছিল নাকি ভাড়াটে গুন্ডা, সেটাই নিশ্চিত নয়।”

ঘটনার পর শুনানি স্থগিত করা হলেও বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন