বিশ্বজুড়ে সংঘাত, যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতা এড়িয়ে শান্তি ও নিরাপত্তায় অনন্য নজির স্থাপন করা দেশগুলোর তালিকা প্রকাশ করেছে গ্লোবাল পিস ইনডেক্স।
২০২৫ সালের এই প্রতিবেদন অনুযায়ী টানা ১৭ বছর ধরে তালিকার শীর্ষে রয়েছে আইসল্যান্ড। নিরাপত্তা, সংঘাতমুক্ত পরিবেশ ও সামরিকীকরণের নিম্ন মাত্রা দেশটিকে সবচেয়ে শান্তিপূর্ণ হিসেবে ধরে রেখেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে আয়ারল্যান্ড, যেখানে সামরিক নিরপেক্ষতা ও সমাজকল্যাণমূলক নীতি শান্তি প্রতিষ্ঠায় বড় ভূমিকা রেখেছে। তৃতীয় স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড। কঠোর অস্ত্র আইন, সামাজিক আস্থা এবং কম অপরাধপ্রবণতা দেশটির অবস্থান উন্নত করেছে।
শীর্ষ দশটি দেশের তালিকা হলো:
১. আইসল্যান্ড
২. আয়ারল্যান্ড
৩. নিউজিল্যান্ড
৪. অস্ট্রিয়া
৫. সুইজারল্যান্ড
৬. সিঙ্গাপুর
৭. পর্তুগাল
৮. ডেনমার্ক
৯. স্লোভেনিয়া
১০. ফিনল্যান্ড
গ্লোবাল পিস ইনডেক্স অনুযায়ী, এসব দেশ শুধু সংঘাত থেকে দূরে নয়, বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও নাগরিক আস্থার মাধ্যমে শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে এই দেশগুলো কার্যকর নীতি ও মানবিক মূল্যবোধের কারণে শান্তির বাতিঘর হয়ে উঠেছে।