আগামী ২৫ আগস্টের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে।
বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টি হচ্ছে।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেটের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
রোববার (২৪ আগস্ট) একই ধারা অব্যাহত থাকবে। রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বহু স্থানে এবং ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশালের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। পরদিনও (২৫ আগস্ট) একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।