দশম রাউন্ড শেষে দেড় মাসের বিরতির পর আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল। আজ (শনিবার) দুইটি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে লিগের পরবর্তী পর্ব। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের মুখোমুখি হবে পুলিশ এফসি।
প্রথম পর্বে এই দুই দলের দেখা হয়েছিল, যেখানে ফকিরেরপুলকে উড়িয়ে দিয়েছিল পুলিশ এফসি। সে ম্যাচে পুলিশের হয়ে জোড়া গোল করেন আল আমিন। চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনি করেছেন ৭টি গোল, যা স্থানীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ।
এমন পারফরম্যান্সের সুবাদে সুযোগ পেয়েছেন জাতীয় দলেও। যদিও ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে তাকে মাঠে নামাননি কোচ হাভিয়ের কাবরেরা। আল আমিন স্বীকার করেন, সে নিয়ে কিছুটা আক্ষেপ ছিল, তবে সেটা এখন আর নেই।
তিনি বলেন, “আক্ষেপ ছিল, কিন্তু এখন তা নেই। চেষ্টা করছি পারফরম্যান্স ধরে রাখতে। জাতীয় দলে আবার জায়গা পেতে হলে মাঠেই প্রমাণ দিতে হবে।”
লিগের বাকি অংশে তার ব্যক্তিগত লক্ষ্য আরও উঁচুতে। বললেন, “২০ থেকে ২৫টা গোল করে মৌসুম শেষ করতে চাই। স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হওয়াটাই এখন প্রধান লক্ষ্য।”
বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ জুনে, সিঙ্গাপুরের বিপক্ষে। তার আগেই শেষ হবে লিগ। নিজের পারফরম্যান্স ধরে রেখে জাতীয় দলের জার্সিতে নিয়মিত হতে চান আল আমিন।