দেশের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের আচরণে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা, নৈতিকতা ও জবাবদিহি প্রতিষ্ঠার জন্য এখনই আত্মজিজ্ঞাসা জরুরি।
রোববার (২৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আওয়ামী লীগ পতনের পর গত এক বছরে কিছু প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাকর্মীরা পতিত আওয়ামী লীগ আমলের অপব্যবহার ও স্বার্থসিদ্ধিমূলক অসুস্থ চর্চার প্রতিচ্ছবি হয়ে উঠেছেন। তিনি বলেন, ক্ষমতা প্রত্যাশী এসব দলগুলোর নেতাকর্মীদের একাংশ আবারও দুর্বৃত্তায়িত রাজনীতিকে স্বাভাবিক করে তুলছে, যেখানে কখনো কখনো পতিত শক্তিগুলোও নির্বিকারভাবে জড়িত থাকছে।
ড. ইফতেখারুজ্জামান আরও উল্লেখ করেন, দলবাজি, দখলবাজি ও পদবাণিজ্য প্রকট হয়ে স্থানীয় পর্যায়ে সহিংসতা এবং হরতালের মতো বিরল দৃষ্টান্ত তৈরি হয়েছে। পাশাপাশি, বলপ্রয়োগ এবং কোনো কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও অতিপ্রভাবশালী গোষ্ঠীর সম্পৃক্ততায় সংখ্যালঘু, নারী, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার হরণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আক্রমণের ঘটনাও ঘটছে।
তিনি সতর্ক করে বলেন, ‘নতুন বাংলাদেশ’ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক আত্মজিজ্ঞাসার মাধ্যমে মৌলিক পরিবর্তন আনতে হবে। একই সঙ্গে সংলাপ ও সহযোগিতার মাধ্যমে দুর্বৃত্তায়নমুক্ত গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি। অন্যথায় নতুন রাজনীতি ও পতিত কর্তৃত্ববাদের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়বে।