পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে অশালীন মন্তব্যের কারণে বিতর্কে পড়েন অভিনেতা স্বাধীন খসরু। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তার কুরুচিপূর্ণ মন্তব্য তীব্র সমালোচনার মুখে পড়ে। নেটিজেনদের অনেকেই তার বক্তব্যকে ‘অশালীন’ ও ‘মানসিক বিকারগ্রস্ততার’ বহিঃপ্রকাশ হিসেবে আখ্যা দেন।
এ ঘটনার পর শনিবার (২২ আগস্ট) রাতে ‘অনুশোচনা’ শিরোনামে একটি পোস্ট দিয়ে নিজ ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন স্বাধীন খসরু। পোস্টে তিনি লিখেছেন, “গতকাল আমার ছোট একটি ভিডিও পোস্ট করা নিয়ে অনেক আলোচনা-সমালোচনার উত্তাপ ছড়াচ্ছে। এখানে কোনো নারী কেন, নারী-পুরুষ বলে কোনো কথা না, আমি সমগ্র মানবজাতিকে সম্মান করি। কাউকে আঘাত বা আক্রমণ করার কোনো উদ্দেশ্য ছিল না। এটি ছিল কয়েকদিন ধরে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে জমে ওঠা আমার ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র।”
তিনি আরও লিখেছেন, “আমার কথায় যদি কেউ মনোকষ্ট বা আঘাত পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। সবাই ভালো থাকুন। মানুষ এবং মানবতার জয় হোক।”
স্বাধীন খসরুর পরিচয় মূলত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটকের মাধ্যমে। দীর্ঘদিন ধরে নিয়মিত অভিনয়ে নেই তিনি। হুমায়ূন আহমেদের মৃত্যুর পর নিজেকে আরও গুটিয়ে নেন স্বাধীন। বর্তমানে তিনি স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করছেন। কিছুদিন আগে দেশে এসে নুহাশ হুমায়ূনের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করার পর আবার দেশে ফিরে যান।
এই ঘটনার পর স্বাধীন খসরুর পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং তার অনুগামীরা তার ক্ষমাপ্রার্থনা গ্রহণ করেছে। অনেকেই মনে করছেন, ব্যক্তিগত ক্ষোভ প্রকাশের পেছনে তার উদ্দেশ্য অপরাধমূলক নয়, তবে প্রকাশের পদ্ধতি ছিল অপ্রত্যাশিত ও অনুপযুক্ত।