Ridge Bangla

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৪৭জন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৭ জন নতুন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১১৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে নতুন করে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৪৭ জনের মধ্যে বরিশালে ৫৬ জন, চট্টগ্রামে ৫৭ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ৬৮ জন এবং ময়মনসিংহে ৩ জন রোগী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ২২৬ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ২৬ হাজার ৭৮১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারিতে ১,১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১,৭৭৩ জন, জুনে ৫,৯৫১ জন এবং জুলাইয়ে ১০,৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আগস্টে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ৭,২২২ জন।

মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ৪১ জনের মৃত্যু হয়। আগস্টে এ পর্যন্ত মারা গেছেন ৩১ জন। চলতি বছরের ২৩ আগস্ট পর্যন্ত দেশে ২৮ হাজার ২০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন