ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। শনিবার (২৩ আগস্ট) তিনি ফেসবুকে সাদা গোলাপ হাতে কয়েকটি ছবি শেয়ার করেছেন, যা দেখেই নেটিজেনদের মধ্যে কৌতূহল ও জল্পনা শুরু হয়েছে। ছবির সঙ্গে ক্যাপশনে অপু লিখেছেন, “যেখানে ভালোবাসা আছে, সেখানে জীবন আছে।”
ভক্তরা কমেন্টে অপুকে ভালোবাসায় ভাসিয়েছেন। অনেকে প্রশ্ন করছেন, এই সাদা গোলাপ কার উদ্দেশ্যে। কেউ কেউ সরাসরি শাকিব খানের নাম টানছেন। সামাজিক মাধ্যমে পোস্টটি প্রকাশের সঙ্গে সঙ্গে নানা ধরনের মন্তব্য ও আলোচনা শুরু হয়েছে।
উল্লেখযোগ্য, কিছুদিন আগে শাকিব খান ও বুবলীর যুক্তরাষ্ট্র সফরের কিছু রোমান্টিক ছবি ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয়। সেই সময় অনেকেই অপু বিশ্বাসের প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন। পরে এক সাক্ষাৎকারে তিনি কৌশলী জবাব দিয়ে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছিলেন।
বর্তমানে অপু নিয়মিত ফটোশুটে অংশ নিচ্ছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন। তিনি জানিয়েছেন, ভালো সিনেমার প্রস্তাব পেলে আবার নিয়মিতভাবে অভিনয় শুরু করবেন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে ছেলেকে নিয়ে কথা বলতে গিয়ে অপু বলেন, “আমি একজন অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি, মা হিসেবে সফলতা পাবো যেদিন আমার সন্তান আব্রামকে একজন আদর্শ মানুষ হিসেবে সবার সামনে তুলে ধরতে পারবো।” তিনি আরও যোগ করেন, “ভক্তদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা ও দোয়া পেয়েছি। তারা যেন সবসময় আমাকে সেভাবেই ভালোবাসায় ভরিয়ে রাখেন।”
এই পোস্টের মধ্য দিয়ে অপু বিশ্বাস একদিকে ভক্তদের সঙ্গে সংযোগ বজায় রেখেছেন, অন্যদিকে ব্যক্তিগত জীবন ও আবেগকে রহস্যময়ভাবে প্রকাশ করে নতুন কৌতূহল তৈরি করেছেন।