বলিউডে আবারও জমজমাট এক ভৌতিক-কমেডি আসছে। ম্যাডক ফিল্মসের প্রযোজনায় আদিত্য সরপোতদার পরিচালিত নতুন ছবি ‘থামা’তে একসঙ্গে দেখা যাবে আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা, নওয়াজউদ্দিন সিদ্দিকী ও পরেশ রাওয়ালকে।
‘স্ত্রী’, ‘ভেড়িয়া’ কিংবা ‘মুঞ্জ্যা’র মতো জনপ্রিয় হরর-কমেডির পর ম্যাডক এবার তাদের তালিকায় যুক্ত করল ‘থামা’। প্রযোজনা সংস্থার দাবি, ছবিটিতে থাকবে ভয়ের আবহ, হাসির ছোঁয়া আর রোম্যান্সের মিশেল। এর কেন্দ্রে রয়েছে এক অন্ধকার অতীতকে ঘিরে রোমাঞ্চকর প্রেমকাহিনি।
সম্প্রতি প্রকাশিত টিজারে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন রাশমিকা মান্দানা। খোলা চুল আর রহস্যময় চাহনিতে ভিন্ন এক লুকে হাজির হয়েছেন তিনি। ছবিতে তার চরিত্রের নাম ‘তাদাকা’। এই চরিত্রের মধ্য দিয়েই আলো-অন্ধকারের সীমানায় দাঁড়িয়ে ভালোবাসা আর আতঙ্কের দ্বন্দ্ব ফুটে উঠবে।
অন্যদিকে, আয়ুষ্মান খুরানা থাকছেন ‘অলোক’ চরিত্রে, যিনি মানুষের শেষ আশার প্রতীক হিসেবে উঠে আসবেন। অলোকের প্রেমে পড়বে তাদাকা, আর সেখান থেকেই শুরু হবে গল্পের নতুন মোড়। তবে তাদের ভালোবাসার মাঝেই হানা দেবে ভয়ংকর শক্তি ‘ইয়াকশন’, যার ভূমিকায় রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।
ছবিতে বাড়তি বিনোদন যোগ করবেন পরেশ রাওয়াল, যিনি কৌতুকরসে ভয়ের আবহকেও হালকা করে তুলবেন। দর্শকের প্রত্যাশা, এই অনন্য সংমিশ্রণ হরর-কমেডিকে নতুন মাত্রা দেবে। প্রযোজক সূত্রে জানা গেছে, আসন্ন দীপাবলিতে মুক্তি পাবে ‘থামা’। ফলে উৎসবের মৌসুমে দর্শকরা পাবেন ভয়ের সঙ্গে হাসি আর প্রেমের এক ভিন্ন রসায়ন।