Ridge Bangla

তিন নায়িকা নিয়ে শাকিবের নতুন ছবি ‘প্রিন্স’

ঢালিউড সুপারস্টার শাকিব খান আসছেন নতুন চমক নিয়ে। আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। ছবিতে শাকিবের বিপরীতে থাকছেন একসঙ্গে তিনজন নায়িকা।

ইতিমধ্যেই সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে, যা ঘিরে দর্শকের আগ্রহ আরও বেড়েছে। নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিতব্য এ ছবিতে থাকছে ক্রাইম, রোমান্স, অ্যাকশন ও আবেগের মিশেল।

চলচ্চিত্রটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজনা করছেন শিরিন সুলতানা ও ক্রিয়েটিভ ল্যান্ড। পরিচালক জানান, “সিনেমার গল্পের প্রতিটি অংশে ঢাকার নব্বই দশকের বাস্তবতা ফুটে উঠবে। দর্শকদের জন্য এটি হবে ভিন্ন স্বাদের অভিজ্ঞতা। দেশ ও দেশের বাইরে টিম নিরলসভাবে কাজ করছে যেন সিনেমাটি মানসম্মত ও সফল হয়।”

গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য করেছেন তিনি নিজে ও মোহাম্মদ নাজিম উদ্দিন। যদিও শাকিবের বিপরীতে কারা অভিনয় করবেন, সেই তিন নায়িকার নাম এখনো প্রকাশ করা হয়নি। প্রযোজনা সূত্রে জানা গেছে, খুব শিগগিরই তাদের নাম ঘোষণা করা হবে।

আগামী নভেম্বর থেকেই শুরু হবে ছবির শুটিং। ঈদুল ফিতরের বাজারকে কেন্দ্র করে মুক্তির পরিকল্পনা থাকায়, প্রযোজনা টিম সময়মতো কাজ শেষ করতে সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে। দর্শকের প্রত্যাশা, ‘প্রিন্স’ হবে শাকিব খানের ক্যারিয়ারের আরেকটি বড় সংযোজন, যেখানে তাকে দেখা যাবে একেবারেই নতুন রূপে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন