Ridge Bangla

স্ত্রীকে নোরা ফাতেহির মতো বানাতে স্বামীর অদ্ভুত কাণ্ড

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগী নারীর দাবি, বিয়ের পর থেকেই তার স্বামী শিবম উজ্জ্বল তাকে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো দেখতে হওয়ার জন্য জোরাজুরি করতেন। এজন্য প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা শরীরচর্চা করতে বাধ্য করতেন এবং অস্বীকার করলে খেতে দিতেন না।

ভুক্তভোগী জানান, চলতি বছরের মার্চ মাসে তাদের বিয়ে হয়। বিয়ের অল্প কিছুদিন পর থেকেই শুরু হয় নির্যাতন। স্বামী প্রায়ই তাকে অপমান করতেন এবং বলতেন, তিনি চাইলে আরও সুন্দরী, অভিনেত্রীসদৃশ কাউকে বিয়ে করতে পারতেন। শুধু তাই নয়, শিবম নাকি পর্নোগ্রাফিতে আসক্ত এবং স্ত্রীকে জোর করে পর্নোছবি দেখতে বাধ্য করতেন। এতে আপত্তি জানালে শারীরিক ও মানসিক নির্যাতন আরও বেড়ে যেত।

অভিযোগে ওই নারী জানান, তাদের বিয়েতে তার পরিবার ৭০ লাখ রুপির বেশি খরচ করেছে। যৌতুক হিসেবে দিয়েছেন ১০ লাখ রুপি, একটি দামি গাড়ি ও সোনার গয়না। তবুও শ্বশুরবাড়ির লোকজন অতিরিক্ত যৌতুক দাবি করে আসছিলেন।

শেষ পর্যন্ত নির্যাতন সহ্য করতে না পেরে গত ২৬ জুলাই তিনি বাবার বাড়িতে ফিরে যান। পরে আবার শ্বশুরবাড়িতে ফিরতে চাইলে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। উল্টো ভিডিও কলের মাধ্যমে তাকে ও তার পরিবারকে গালিগালাজ করা হয়। অসহনীয় পরিস্থিতিতে পড়ে ওই নারী থানায় অভিযোগ দায়ের করেন। গাজিয়াবাদ পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন