Ridge Bangla

প্রাইম ভিডিওতে আসছে কাশ্মীরি সঙ্গীত কিংবদন্তির গল্পভিত্তিক ‘সংস অব প্যারাডাইস’

কাশ্মীরি কিংবদন্তি গায়িকা রাজ বেগমের জীবন থেকে অনুপ্রাণিত মিউজিক্যাল ড্রামা ‘সংস অব প্যারাডাইস’ আগামী ২৯ আগস্ট মুক্তি পাচ্ছে প্রাইম ভিডিওতে। ছবিটি প্রযোজনা করেছে অ্যাপল ট্রি পিকচার্স ও রেনজু ফিল্মস, উপস্থাপনায় রয়েছে এক্সেল এন্টারটেইনমেন্ট। চলচ্চিত্রটির নির্মাতা লস অ্যাঞ্জেলেস-ভিত্তিক পরিচালক ড্যানিশ রেনজু।

প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাবা আজাদ ও সোনি রাজদান। আরও রয়েছেন জায়েন খান দুররানি, শীবা চাড্ডা, তারুক রায়না ও লিলেট দুবে। নির্মাতা রেনজু বলেন, “এটি এমন এক নারীর কাহিনি, যিনি এক কঠিন সময়ে স্বপ্ন দেখার সাহস করেছিলেন, যখন স্বপ্ন দেখাটাই ছিল নিষিদ্ধের মতো।” তার মতে, সাবা ও সোনি চরিত্রটির দুই ভিন্ন বয়সকে অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছেন।

চলচ্চিত্রটির সহপ্রযোজক এক্সেল এন্টারটেইনমেন্টের ঋতেশ সিধওয়ানি একে কাশ্মীরি সংস্কৃতির ভাণ্ডার থেকে উঠে আসা এক চিরন্তন কাহিনি আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “এই সিনেমা পদ্মশ্রীপ্রাপ্ত নূর বেগমের জীবনকে শ্রদ্ধাভরে উপস্থাপন করেছে, যার কণ্ঠ কেবল কাশ্মীরের গর্ব নয়, প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।”

গল্পে দেখা যাবে বিয়ের আসরে গান গাওয়া থেকে শুরু করে রেডিও কাশ্মীরে জায়গা পাওয়া পর্যন্ত রাজ বেগমের সংগ্রামী যাত্রা। তার সঙ্গীত হয়ে ওঠে নারীর স্বাধীনতার প্রতীক। পুরুষতান্ত্রিক সমাজের বাধা পেরিয়ে গান গেয়ে তিনি শুধু শ্রোতাদের মুগ্ধই করেননি, বরং কাশ্মীরি মেয়েদের জন্যও হয়ে উঠেছিলেন এক মুক্তির প্রতীক। আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ রাজ বেগম পেয়েছিলেন পদ্মশ্রী (২০০২), সংগীত নাটক আকাদেমি পুরস্কার (২০১৩) ও স্টেট অ্যাওয়ার্ড (২০০৯)। ২০১৬ সালে ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। নির্মাতা রেনজুর ভাষায়, “এই চলচ্চিত্র কেবল এক নারীর শিল্পযাত্রা নয়, বরং প্রজন্মকে অনুপ্রাণিত করার এক অমর দলিল।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন