বলিউড সুপারস্টার সালমান খানের প্রেমজীবন সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। রঙিন জীবনে অসংখ্য নায়িকার সঙ্গে তার নাম জড়ালেও বিশেষভাবে আলোচনায় ছিলেন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই ও ক্যাটরিনা কাইফ। সালমান-ঐশ্বরিয়ার প্রেম একসময় বলিউডের অন্যতম আলোচিত সম্পর্ক ছিল। সেই প্রেমের রেশেই ২০০৮ সালে সালমান উপস্থাপিত জনপ্রিয় শো ‘দস কা দম’-এ হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। আর সেখানেই প্রকাশ্যে অভিমান ঝেড়ে ফেলেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শো চলাকালে ঐশ্বরিয়া রসিকতার সুরে সালমানকে উদ্দেশ করে বলেন, ‘আমি তো দেখতে পাই, তুমি যখন কোনো অভিনেত্রীকে আমন্ত্রণ জানাও, তখন তাদের সঙ্গে বেশ ফ্লার্ট করো।’ প্রেমিকার এমন মন্তব্যে কিছুটা অবাক হলেও মৃদু হেসে সালমান উত্তর দেন, ‘তুমিও এসেছ, এসো তোমাকেও জড়িয়ে ধরি।’ বলেই দর্শকদের সামনে ঐশ্বরিয়াকে আলিঙ্গন করেন তিনি।
তবে শুধু ঐশ্বরিয়াই নন, সালমানের আরেক প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফও একবার একই ধরনের অভিমান প্রকাশ করেছিলেন। তিনি মজা করে বলেছিলেন, ‘সালমান, ইদানীং তোমাকে মহিলাদের সঙ্গে খুব বেশি ফ্লার্ট করতে দেখছি।’
শুধু অভিমান নয়, সম্পর্কের টানাপোড়েনও কম ছিল না। জানা যায়, ঐশ্বরিয়ার সঙ্গে প্রেমকালে তিনি ছিলেন প্রবলভাবে অধিকারবোধী। এজন্যই অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে ঐশ্বরিয়ার ঘনিষ্ঠতা তিনি মেনে নিতে পারেননি। বলিউডে এমনও গুঞ্জন আছে, সালমানের কারণে বিবেকের ক্যারিয়ার ধসে পড়ে।
বর্তমানে অবশ্য পরিস্থিতি ভিন্ন। ঐশ্বরিয়া বিয়ে করেছেন অভিষেক বচ্চনকে, আর ক্যাটরিনা সংসার করছেন ভিকি কৌশলের সঙ্গে। দুই প্রাক্তন প্রেমিকা আজ পরিবার-সন্তান নিয়ে ব্যস্ত, অথচ সালমান এখনও অবিবাহিত। নিজের প্রেমভাগ্য নিয়ে এক টক শোতে সালমান আক্ষেপ করে বলেছিলেন, ‘সব দোষ আমার। আমার প্রেমিকাদের নয়। আমার ভুলের কারণেই তারা একে একে আমাকে ছেড়ে চলে গিয়েছেন।’