Ridge Bangla

তামান্না ভাটিয়া যোগ দিচ্ছেন ‘রাগিনী এমএমএস থ্রি’-তে

বলিউডের জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’ এবার নতুন চমক নিয়ে ফিরছে। দ্বিতীয় কিস্তিতে সানি লিওনের অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার সেই ধারাবাহিকতায় হাজির হচ্ছেন দক্ষিণী সিনেমার মিল্ক বিউটি খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া। প্রযোজক একতা কাপুরের তত্ত্বাবধানে ইতিমধ্যেই শুরু হয়েছে ‘রাগিনী এমএমএস থ্রি’-এর কাজ।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, একতা কাপুর দীর্ঘদিন ধরে নতুন কিস্তি বানানোর পরিকল্পনা করছিলেন। অবশেষে উপযুক্ত গল্পের সন্ধান পেয়েছেন, এবং চলতি বছরের শেষের দিকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিরিজের প্রথম ছবি মুক্তি পায় ২০১১ সালে, আর ২০১৯ সালে সানি লিওনকে নিয়ে তৈরি হয় ‘রাগিনী এমএমএস রিটার্নস’। এবার সেই ধারাবাহিকতার তৃতীয় পর্বে নতুন ভৌতিক মোড়ক এবং উত্তেজনাপূর্ণ গল্প দর্শকদের সামনে আসছে।

সূত্র জানাচ্ছে, সম্প্রতি তামান্না ভাটিয়ার সঙ্গে ছবির চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন একতা কাপুর। ছবির ভৌতিক টুইস্ট শুনে অভিনেত্রী নিজেও বেশ অবাক হয়েছেন। এর সঙ্গে তামান্নার অভিনয় এবং একতার নান্দনিক পরিকল্পনা মিলে ‘রাগিনী এমএমএস থ্রি’কে আরও আকর্ষণীয় করে তুলবে।

সিনে-বিশ্লেষকরা মনে করছেন, নতুন কিস্তিতে ভৌতিক এবং ইরোটিক ঘরানার সমন্বয়, চমকপ্রদ গান এবং তামান্নার উপস্থিতি দর্শকদের জন্য এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা তৈরি করবে। ইতিমধ্যেই বলিউডে ছবিটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন