যুদ্ধবিরতির চুক্তি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস না মানলে গাজা শহর ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। শুক্রবার (২২ আগস্ট) সামাজিক মাধ্যম এক্সে সতর্ক করে তিনি বলেন, হামাস যদি ইসরায়েলের শর্ত না মেনে নেয় তবে গাজা শহর ধ্বংস করে দেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তিনি গাজা শহর দখলের চূড়ান্ত অনুমোদন দিতে প্রস্তুত এবং একই সঙ্গে হামাসের সঙ্গে আলোচনায় বসবেন। তবে তিনি স্পষ্ট করে দেন, যুদ্ধের অবসান ঘটবে কেবল ইসরায়েলের গ্রহণযোগ্য শর্তে।
গত সপ্তাহেই মিশর ও কাতারের মধ্যস্থতায় হামাস যুদ্ধবিরতির একটি প্রস্তাবে সম্মতি জানায়। মিশরীয় ও হামাস কর্মকর্তারা জানান, এই প্রস্তাবটি প্রায় একই যা গত মাসে ইসরায়েল মেনে নিয়েছিল, তবে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়। প্রস্তাব অনুযায়ী, কিছু ইসরায়েলি বন্দীকে মুক্তির বিনিময়ে ইসরায়েলে আটক ফিলিস্তিনিদের ছেড়ে দেওয়া, দখলদার সেনা প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।
কিন্তু নেতানিয়াহু বৃহস্পতিবার দক্ষিণ ইসরায়েলের গাজা সামরিক ঘাঁটিতে সেনা কর্মকর্তাদের উদ্দেশে বলেন, যুদ্ধ কেবল তখনই শেষ হবে যখন শর্তগুলো ইসরায়েলের পক্ষে থাকবে। ফলে প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধের অবসান নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।