Ridge Bangla

সিরাজগঞ্জে ইছামতি নদীর ওপর ব্রিজ না থাকায় চরম ভোগান্তি

সিরাজগঞ্জ সদর উপজেলার একডালা ঘাট ও বগুড়ার ধুনট উপজেলার খাটিয়ামারির মাঝ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। এ নদীর ওপর এখনো স্থায়ী ব্রিজ নির্মিত না হওয়ায় দুই উপজেলার হাজারো মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাচ্ছে। স্বাধীনতার পর থেকে স্থানীয়রা একাধিকবার মন্ত্রী, এমপি ও প্রশাসনের কাছে আবেদন করলেও বাস্তবায়ন হয়নি প্রতিশ্রুতি।

স্থানীয়রা জানান, এ নদীর উপর দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ী ও কৃষকসহ অসংখ্য মানুষ পারাপার করে। কিন্তু ব্রিজ না থাকায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর ওপর নির্ভর করতে হচ্ছে। বর্ষা মৌসুমে আবার নৌকায় চলাচল করতে হয়। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে শিক্ষার্থীরা প্রতিদিন জীবনঝুঁকি নিয়ে সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে।

কৃষকরা জানান, নদীর দুই পাড়ে রয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। কিন্তু উৎপাদিত ফসল বাজারে নিতে গিয়ে পারাপারে ভোগান্তির শিকার হতে হচ্ছে। শুধু মানুষ নয়, পণ্য পরিবহনেও সমস্যার কারণে ক্ষতির মুখে পড়ছেন তারা। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচনের সময় প্রার্থীরা ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষে আর খোঁজ নেন না কেউ। ফলে তাদের দুর্ভোগ ক্রমেই বাড়ছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমান জানান, ইছামতি নদীর ওপর অনূর্ধ্ব ১০০ মিটার ব্রিজ নির্মাণের একটি প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। দ্বিতীয় পর্যায়ের আওতায় একডালা দক্ষিণপাড়া ঘাট এলাকায় ৯৫ মিটার একটি ব্রিজের প্রস্তাবনা অন্তর্ভুক্ত আছে। অনুমোদন ও বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্রুতই সেখানে ব্রিজ নির্মাণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন