Ridge Bangla

নতুন চ্যালেঞ্জের মুখোমুখি মানসী

অভিনয় ও মাতৃত্ব দুটো পথই সমানতালে এগিয়ে নিচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত। দ্বিতীয়বার মা হওয়ার পরও তার কাজের প্রতি একাগ্রতা এবং দক্ষতা দেখে ভক্তরা মুগ্ধ। সংসার সামলানো, সন্তানদের লালন-পালন আর শোবিজ দুনিয়ার ব্যস্ততার মাঝেই সম্প্রতি তিনি শেয়ার করেছেন এক চমকপ্রদ সুখবর, যা মুহূর্তেই অনুরাগীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পুত্রসন্তান জন্মের কিছুদিন পরেই অভিনয়ে ফিরেছেন মানসী। মা হিসেবে তিনি সন্তানের যত্ন, চিকিৎসা এবং অন্যান্য দায়িত্বও সমান দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন। পাশাপাশি নিজের ভালো থাকার জন্যও সময় বের করেন; প্রায়শই তাকে বোনদের সঙ্গে ঘুরতে ও খেতে যেতে দেখা যায়।

তবে এবার তিনি নতুন এক উদ্যোগে হাত দিয়েছেন। জানা গেছে, নিজের শাড়ির ব্র্যান্ড ‘দ্য সুতি বাই মানসী’ আনতে চলেছেন তিনি। আনুষ্ঠানিক ঘোষণা এখনও না দিলেও একটি মিনি ভ্লগে বিষয়টি শেয়ার করেছেন। ব্র্যান্ডের প্রথম শাড়ি তিনি মায়ের জন্য দেখিয়েছেন, যদিও উল্লেখ করেছেন, আসলে এটি তার বোন রাইমা সেনগুপ্ত কিনেছেন। মানসীর মতে, ব্যবসায় ব্যক্তিগত সম্পর্ককে আলাদা রাখতে হবে।

ভিডিওতে মানসী বলেন, “আমি সবাইকে প্রথমে একটা গুড নিউজ দিতে চাই। আমার ব্র্যান্ড আসছে। খুব শিগগিরই লঞ্চ হবে।” মায়ের গায়ে শাড়ি রাখার সময় তিনি জানান, “আমার ব্র্যান্ড, ‘দ্য সুতি বাই মানসী’। এবং প্রথম মডেল হবেন আমার বোন রাইমা।” অভিনয়, ভ্লগিং এবং সন্তান সামলানোর পাশাপাশি এই নতুন উদ্যোগে মানসীকে পাশে পেয়ে ভক্তরা খুশি। তাদের প্রত্যাশা, এই ব্র্যান্ডও অভিনেত্রী হিসেবে তার প্রতিভার মতোই সফল হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন