Ridge Bangla

সাড়ে ৫ কোটি ভিসাধারীর তথ্য খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বৈধ ভিসাধারী প্রায় সাড়ে পাঁচ কোটি বিদেশির তথ্য নতুন করে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসার শর্ত লঙ্ঘন করার প্রমাণ পাওয়া গেলে তাদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হতে পারে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) একটি প্রশ্নের লিখিত জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সব ভিসাধারীই সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকেন।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, পাঁচ কোটি ৫০ লাখ ভিসাধারীর বিরুদ্ধে বহিষ্কারযোগ্য অপরাধের তদন্ত চলছে। এদের অধিকাংশ গত চার বছরে ভিসা পেয়েছেন। এর মধ্যে ভিসা মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া, অপরাধমূলক কর্মকাণ্ড, জননিরাপত্তায় হুমকি, যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপে জড়িত কিংবা কোনো সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করার মতো বিষয় যাচাই চলছে। ভিসাধারীর মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী ও পর্যটকও অন্তর্ভুক্ত। সম্ভাব্য অযোগ্যতার ইঙ্গিত পাওয়া গেলেই পররাষ্ট্র দপ্তর ভিসা বাতিল করে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়, তারা সব ধরনের তথ্য পর্যালোচনা করে। এর মধ্যে আইন প্রয়োগকারী সংস্থার রেকর্ড, অভিবাসন-সংক্রান্ত রেকর্ড অথবা ভিসা অনুমোদনের পর প্রকাশ পাওয়া অন্য যে কোনো তথ্য অন্তর্ভুক্ত।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বৃহস্পতিবার আরও বলেন, পররাষ্ট্র দপ্তর দ্বিগুণেরও বেশি ভিসা বাতিল করেছে। এর মধ্যে শিক্ষার্থী ভিসার সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় চার গুণ। এছাড়া অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব ভিসা আবেদনকারীর সামাজিক যোগাযোগমাধ্যমের পূর্ণাঙ্গ পর্যালোচনা করা হবে। পাশাপাশি ভিসা সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার সময় আবেদনকারীদের মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বা অ্যাপের গোপনীয়তা সেটিংস বন্ধ রাখতে হবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর পর থেকে পররাষ্ট্র দপ্তর ছয় হাজারের বেশি শিক্ষার্থী ভিসা বাতিল করেছে। এর মধ্যে প্রায় চার হাজার আইনভঙ্গ করেছে, আর ২০০ থেকে ৩০০ জনের ভিসা সন্ত্রাসীদের সমর্থনের অভিযোগে বাতিল করা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন