জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ী থেকে সরিষাবাড়ি উপজেলার ভাটারা পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার সড়ক এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে পিচ, ইট ও পাথর উঠে সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। ফলে ঝুঁকি নিয়ে বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল করছে এ পথে।
সরেজমিন দেখা যায়, বিশেষ করে জোনাইল বাজার ব্রিজ থেকে আদারভিটা ইউনিয়নের পলিশা মোড় পর্যন্ত অংশটি সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। সড়কের চারটি স্থানে বাজার বসে, যেগুলো মূল সড়কের চেয়ে উঁচু হওয়ায় বৃষ্টির পানি নেমে যেতে পারে না। পাশাপাশি দুই পাশে গড়ে ওঠা হাজারও ঘরবাড়ি থেকেও পানি এসে জমছে সড়কে। এতে ছোট-বড় গর্তগুলো ক্রমেই আরও গভীর হচ্ছে।
স্থানীয়রা জানান, বহু বছর ধরে সড়ক সংস্কারের উদ্যোগ না নেওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি পরিবহন মালিক, চালক ও যাত্রীরা নিত্যদিন ভোগান্তিতে পড়ছেন। বাসচালক সোলাইমান মিয়া বলেন, “গর্তে ভরা রাস্তায় সবসময় ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। বৃষ্টির সময় গর্ত পানিতে তলিয়ে যায়, তখন দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।”
ভ্যানচালক নাছির আকন্দ জানান, খানাখন্দের কারণে যাত্রী ও মালামাল নিয়ে ভ্যান চালানো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। শিক্ষার্থী সিয়াম বলেন, বর্ষাকালে কাদাপানিতে ভরা এই সড়কে চলাচল করতে গিয়ে বইপত্র পর্যন্ত নষ্ট হয়ে যায়। ক্ষুদ্র ব্যবসায়ী ওমর ফারুক জানান, গর্তে চাকা পড়ে প্রায়ই বাস, ট্রাক ও ছোট যানবাহন কাত হয়ে দুর্ঘটনার শিকার হয়।
এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম কিবরিয়া তমাল জানান, সড়কটি সংস্কারের প্রস্তাব সদর দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই সংস্কার কাজ শুরু হবে।