Ridge Bangla

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের দায়ে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে অন্যতম হলো বিদেশ সফরে গিয়ে রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার।

শুক্রবার (২২ আগস্ট) বিক্রমাসিংহে রাজধানীর ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হন। এর আগে তিনি অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) জবানবন্দি দেন। অভিযোগ আছে, ২০২৩ সালে কিউবায় জি-৭৭ সম্মেলন শেষে দেশে ফেরার পথে তিনি যুক্তরাজ্যে অবস্থানকালে স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত একটি অনুষ্ঠানে যোগ দেন। তবে ওই সফরে সরকারি অর্থ ব্যয়ের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

বিক্রমাসিংহে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। অর্থনৈতিক সংকট ও গণবিক্ষোভে গোটাবায়া রাজাপক্ষের পদত্যাগের পর তিনি দায়িত্ব নেন এবং দেশকে সংকট উত্তরণে সহায়তা করেন বলে তার সমর্থকরা মনে করেন। এর আগে তিনি ছয়বার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

৭৬ বছর বয়সী এই আইনজীবী দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় এবং ১৯৭৭ সাল থেকে দেশটির সংসদ সদস্য হিসেবে মনোনীত হয়ে আসছেন। দুর্নীতির অভিযোগ নির্মূল করে দলে শৃঙ্খলা ফিরিয়ে আনার কৃতিত্বও রয়েছে তার। তবে ২০২৪ সালের নির্বাচনে তিনি আনুরা কুমারা দিসানায়েকের কাছে পরাজিত হন। তার এই গ্রেফতারটি হলো শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রেসিডেন্টের গ্রেপ্তার।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন