Ridge Bangla

মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ

নিখোঁজের একদিন পর মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর বলাকিয়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তাঁর দেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে নৌ–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধারের খবর পাওয়ার পর স্বজনদের অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছেন। কীভাবে তিনি সেখানে গেলেন এবং তাঁর মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।

নৌ–পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর ঘটনা একদিন আগে ঘটেছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই, তবে কিছুটা বিকৃত হতে শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করতে হবে। বিভুরঞ্জন সরকার বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি। পরে স্বজনরা খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

দেশের গণমাধ্যম অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় ছিলেন বিভুরঞ্জন সরকার। তিনি বিভিন্ন পত্রিকায় লেখালেখি ও কলাম প্রকাশের পাশাপাশি সাংবাদিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। হঠাৎ এ মৃত্যুতে সহকর্মী সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা দ্রুত ঘটনার সঠিক তদন্ত ও মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন